আনন্দ সকাল (৪): জীবনতলায় শ্যুটআউটে গ্রেফতার ৩, আলু-পেঁয়াজের দামে নাভিশ্বাস আমজনতার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায় গুলিবিদ্ধ তিন তৃণমূল কর্মী। ভর্তি এসএসকেএমে। হাসপাতাল সূত্রে খবর, সবার শরীর থেকে বের করা হয়েছে গুলি। আহতদের মধ্যে তৃণমূল কর্মী মোসলেম আলি মোল্লা ও মাজেদ আলি গাজির অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় তিনজন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। সূত্রের খবর, দিন কয়েক আগে স্থানীয় বাসিন্দা কুতুবুদ্দিন শেখের বাড়িতে আশ্রয় নেয় তিনজন বহিরাগত। অভিযোগ, দুষ্কৃতী জমায়েতের খবর পেয়ে গ্রামবাসীরা ওই বাড়িতে চড়াও হলে বহিরাগতরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেই গুলিবিদ্ধ হন তিনজন কর্মী। অন্যদিকে হু হু করে বাড়ছে আলু আর পেঁয়াজের দাম। জ্যোতি আলু পৌঁছেছে কেজি প্রতি ৪০ টাকায়। চন্দ্রমুখী আলু ৪৫ টাকা প্রতি কেজি। নতুন আলু না ওঠা অবধি পরিস্থিতি একই থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা প্রতি কেজি।