ধর্ষণ নিয়ে Agnimitra Paul-র মন্তব্যের জেরে তুঙ্গে রাজনৈতিক তরজা, Nusrat Jahan-র নিশানায় Jay Shah, দেখুন Ananda Sakal IV
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিবারতন্ত্রের অভিযোগ তুলে তৃণমূলের (TMC) বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিজেপি (BJP)। মঙ্গলবার বিজেপি আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya) ট্যুইটারে লেখেন, 'পিসি' বাংলার মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছেন। নয় বছরে একটি পরিবারের আয় বেড়েছে।' উত্তরে তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) লেখেন, 'জয় শাহের সংস্থার আয় বেড়েছে ১৫ শতাংশ।' পাশাপাশি, পূর্ব মেদিনীপুরের তমলুকে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী Agnimitra Paul-র ধর্ষণ নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়। সমালোচনায় সরব হয়েছেন TMC থেকে CPM। কড়া নিন্দা করেছেন বিদ্বজ্জনেরাও। যদিও ওই মন্তব্যে বিতর্কের কিছুই দেখছে না BJP। গতকাল অগ্নিমিত্রা বলেন, "দিদিমণি বলে দিয়েছেন, আমি তোদের চাকরি দিতে পারিনি, যখন মনোরঞ্জনের দরকার হবে, তোরা গিয়ে ধর্ষণ করবি"। এই মন্তব্যের জেরেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক।