Ananda Sakal IV: প্রবীর ঘোষালের নামে 'দাদার অনুগামী' পোস্টার, রিষড়ায় শুভেন্দুর সভার অনুমতি ঘিরে চাপানউতোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jan 2021 12:44 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এবার প্রবীর ঘোষালের ছবি-সহ কোন্নগর শহর জুড়ে 'দাদার অনুগামী' পোস্টার। গত ২৬ জানুয়ারি সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন উত্তরপাড়ার বিধায়ক। এর পরে দলের তরফ থেকে প্রবীর ঘোষালকে সতর্ক করে নোটিস পাঠানো হয়েছিল। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলার দু'দিনের মধ্যেই কোন্নগরে ছেয়ে গেল বিধায়কের ছবি সহ 'দাদার অনুগামী' পোস্টার। অন্যদিকে আজ হুগলির রিষড়ায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জনসভা রয়েছে। আর তার আগে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল রাতে অনুষ্ঠান মঞ্চ তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গতকাল রাতে মঞ্চ তৈরির সময়ে কর্মসুচির অনুমতিপত্র দেখতে চায় পুলিশ। সেই অনুমতিপত্র দেখাতে পারেনি বিজেপি (BJP)। মঞ্চ তৈরির কাজ বন্ধ রাখতে বলে পুলিশ। পুলিশ চলে গেলে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এদিকে বাংলা আর বাঙালি, এবারের ভোটে হয়ে উঠেছে অন্যতম বড় ইস্যু। বাঙালি অস্মিতার আবেগ তুলে ধরতে গিয়ে মণীষীদের শরণ নিচ্ছেন রাজনীতিকরা। এনিয়ে ফের কাজিয়ায় জড়াল তৃণমূল ও বিজেপি। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায় একসঙ্গে ১০ মণীষীর মূর্তি উন্মোচন করেন স্থানীয় তৃণমূল (TMC) বিধায়ক। এনিয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।