Ananda Sakal IV: স্কুলে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ আদিবাসী সংগঠনের, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2020 01:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মানুষের অভাব অভিযোগ শুনতে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। তবে নিজেদের দাবি মেটাতে এবার সটান মন্ত্রীর বাড়িতেই হাজির গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরের তপনে উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রীর বাড়িতে ধর্না গ্রামবাসীদের। তাঁদের দাবি, বেহাল রাস্তা মেরামত করবে হবে।
অন্যদিকে জল্পনা বাড়িয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেল ৪টে ৪০ নাগাদ রাজভবনে পৌঁছন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা BCCI-র সভাপতি। তাঁকে স্বাগত জানান জগদীপ ধনকড়। পাশাপাশি ঘাটালে রাজ্য সড়ক অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগণা মহল।
ঘাটালের ১৪টি স্কুলে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে হয়েছে। আজ সকাল ৬টা থেকে ক্ষীরপাইয়ের হালদারদিঘি এলাকায় শুরু হয় পথ অবরোধ। শিক্ষক নিয়োগ সহ মোট চারটি দাবি রয়েছে আদিবাসী সংগঠনের।
অন্যদিকে জল্পনা বাড়িয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেল ৪টে ৪০ নাগাদ রাজভবনে পৌঁছন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা BCCI-র সভাপতি। তাঁকে স্বাগত জানান জগদীপ ধনকড়। পাশাপাশি ঘাটালে রাজ্য সড়ক অবরোধ করল ভারত জাকাত মাঝি পরগণা মহল।
ঘাটালের ১৪টি স্কুলে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে হয়েছে। আজ সকাল ৬টা থেকে ক্ষীরপাইয়ের হালদারদিঘি এলাকায় শুরু হয় পথ অবরোধ। শিক্ষক নিয়োগ সহ মোট চারটি দাবি রয়েছে আদিবাসী সংগঠনের।