Ananda Sakal IV: 'পান্তাভাত-মুড়ি খাওয়া ছেলেটা আদর্শের জন্য লড়ছে', গড়বেতায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূর্ব মেদিনীপুরের তমলুক থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, পরপর অরাজনৈতিক মঞ্চে Suvendu Adhikari। ক্ষুদিরাম বসুর ১৩২তম জন্মবার্ষিকী উপলক্ষে যোগ দিলেন একাধিক অনুষ্ঠানে। তবে একবারের জন্যও রাজনীতির কথা শোনা গেল না তাঁর মুখে। 'এই পান্তা ভাত খাওয়া, মুড়ি খাওয়া গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়ছে, আদর্শের জন্য লড়বে', সভা থেকে বললেন তিনি। তাঁর রাজনৈতিক অবস্থান কী, তা জানতে মুখিয়ে গোটা রাজ্য। এই পরিস্থিতিতে নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার দুই মেদিনীপুরে পরপর অরাজনৈতিক কর্মসূচিতে হাজির থাকলেন। উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে চেয়েছিলাম, তৃণমূল বাধা দেয়। এখনও ওরাই বাংলাদেশ থেকে লোক এনে আপনাদের উদ্বাস্তু করে দিতে চাইছে। জোকার ডায়মন্ড পার্কের চা-চক্রে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের তৃণমূলকে খোঁচা Dilip Ghosh-এর। এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ Kalyan Banerjee বলেন, 'উনি বাংলার ইতিহাস সম্পর্কে জানেন না। আমরা এনআরসি করতে দেব না। বাংলা থেকে বাঙালিদের তাড়ানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি।'