Ananda Sakal I: এবছর অনলাইনেই পড়াশুনা? করোনা আবহে কী হবে? জানালেন শিক্ষামন্ত্রী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভাইপো বলে আক্রমণ করে যাচ্ছেন। সাহস থাকলে নাম নিয়ে দেখান। এবার BJP, CPM ও Congress নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ Abhishek Banerjee। এই ইস্যুতেই বিজেপির রাজ্য সভাপতিকে গুন্ডা বলেও আক্রমণ করেন অভিষেক। নিজের মেজাজেই তার জবাব দিয়েছেন Dilip Ghosh। লাগাতার আক্রমণের পাল্টা ঝাঁঝালো জবাব! ভোটের আগে ‘ভাইপো’ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে প্রাথমিকভাবে সরকারের পরিকল্পনা ছিল ডিসেম্বর থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু। কিন্তু করোনা আবহে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে এল রাজ্য। এই পরিস্থিতিতে যে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু করার সম্ভব নয় রবিবার তা স্পষ্ট করে দিলেন শিক্ষামন্ত্রী। পড়ুয়াদের ক্যাম্পাসে এনে এখনই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস নয়। এখনকার মতো পঠন-পাঠন চলবে অনলাইনে। প্রথম সিমেস্টার সহ যাবতীয় পরীক্ষাও হবে অনলাইনে। প্রয়োজনে সিলেবাস কাটছাঁট করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়।