Ananda Sakal: আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি, তার আগে রবিবার ফের রাত দখলের কর্মসূচি। ABP Ananda Live
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক মাসের মাথায় কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর কাণ্ডের শুনানি। কলকাতা থেকে শিলিগুড়ি, রাত থেকে ভোর দখল করবেন প্রতিবাদীরা। কোথাও ছবি এঁকে, কোথাও মৌন থেকে, কোথাও মিছিলে হেঁটে হবে প্রতিবাদ। বিচারের অপেক্ষায় রাত জেগে অপেক্ষা করবে রাজ্যবাসী। আর জি কর কাণ্ডের তদন্ত কতদূর? কাল সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে সিবিআই।
সিবিআইয়ের গ্রেফতারির পরে অবশেষে ঘুম ভাঙল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের! শোকজ করা হল আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিভিন্ন পদ থেকে সরিয়ে দেওয়া হল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে। সাসপেন্ড করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক মুস্তাফিজুর রহমান মল্লিককেও।
আর জি কর-কাণ্ডের প্রায় একমাস পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে। সূত্রের খবর, মেডিক্যাল কাউন্সিলের ৬ জন সদস্য কার্যত বিদ্রোহ করে বলেন, যে সন্দীপ ঘোষদের রাখা হলে গণ পদত্য়াগ শুরু হবে। তারপরই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।