Ananda Sakal: RG Kar-এ 'থ্রেট কালচার' কাণ্ডে জিজ্ঞাসাবাদ, অভিযুক্তদের ঘিরে তুমুল বিক্ষোভ। ABP Ananda Live
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলক্ষ্য মেডিক্য়াল কলেজগুলি থেকে থ্রেট কালচার চিরতরে বন্ধ করা। আর এইসব অপসংস্কৃতির হোতাদের চিহ্নিত করে শাস্তির ব্য়বস্থা করা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের এটা অন্য়তম লক্ষ্য়। এই পরিস্থিতিতে হুমকি দেওয়ায় অভিযুক্ত কয়েকজন চিকিৎসক পড়ুয়াকে গতকাল জিজ্ঞাসাবাদ করে আর জি কর মেডিক্য়ালের তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর সন্ধেবেলা অভিযুক্তরা বাইরে বেরোতেই শুরু হয় তুমুল বিক্ষোভ। হেনস্থা করা হয় হুমকি দেওয়ায় অভিযুক্ত অন্য়তম দুই পড়ুয়া চিকিৎসক আশিস পাণ্ডে ও নির্জন বাগচীকে। ছোড়া হয় ডিমও। কোনওমতে চলন্ত ট্যাক্সি দাঁড় করিয়ে তাতে অভিযুক্তদের তুলে দেয় সিআইএসএফ । এরপরও ট্যাক্সি ধাওয়া করে বিক্ষোভকারীরা। আরজি কর মেডিক্য়ালের হাউজ স্টাফ ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডেকে দেখেই ওঠে চোর চোর স্লোগান।