আনন্দ সকাল (Seg 1): ভোট কাটাকাটির অভিযোগ উড়িয়ে কংগ্রেস প্রসঙ্গে চড়া সুর অভিষেকের| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকংগ্রেসের অভিযোগ ছিল, গোয়ায় (Goa) বিরোধী ভোট ভাগ করে বিজেপির সুবিধে করে দিতে চাইছে তৃণমূল। পাল্টা গোয়ায় কংগ্রেস-বিজেপির আঁতাঁতের অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bhattacharya)। পাল্টা, জবাব দিয়েছে কংগ্রেস। 'এই সময়ে বহু লোক গোয়ায় বেড়াতে যান। এই যে গেলেন, তাতে কী হল আমরা তো কেউ বুঝতে পারলাম না। ত্রিপুরায় আশা নেই। যদি গোয়াতে হয়!', গোয়ায় কংগ্রেস-বিজেপির আঁতাঁত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ।
মতুয়াদের (Matua) নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ডিভিডেন্ড পেয়েছে বিজেপি (BJP)। কিন্তু, ২ বছরের বেশি সময় কেটে গেলেও এখনও অবধি সিএএ (CAA) কার্যকর হয়নি। তা নিয়ে মতুয়াদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। সূত্রের খবর, বিষয়টি নিয়ে দিল্লি যাত্রার পরিকল্পনা নিয়েছেন সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিরা। সিএএ ইস্যুতে ফের শুরু রাজনৈতিক তরজা।
জাতীয় সড়ক অবরোধ চলাকালীন বিতর্কিত মন্তব্যের পর, এবার বনগাঁ (Bongaon) দক্ষিণের বিজেপি (BJP) বিধায়কের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। মঙ্গলবার বিজেপির পুরভোটের প্রস্তুতি বৈঠক চলাকালীন নদিয়ার গয়েশপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদে বুধবার, বনগাঁর চাঁদপাড়ায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেখানেই এনকাউন্টারের হুমকি দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Swapan Majumdar)। এরপর গতকাল বিজেপি বিধায়কের বিরুদ্ধে জাতীয় সড়ক ও বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করে গাইঘাটা থানার পুলিশ। বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি।