Ananda Sakal (Seg 1): পার্থকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CBI-র, সুপ্রিম কোর্টেও আপাতত মিলছে না স্বস্তি।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বুধবার তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, গতকাল SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে সাড়ে ৮ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল CBI। এদিকে, আবেদনপত্রে একাধিক ত্রুটি থাকায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি।
ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত ৬ পর্যটকের দেহ ফিরল হাওড়ায়। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডে পৌঁছয় ৬ জনের মৃতদেহ। এরপর পাঁচজনের দেহ সুলতানপুর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন গ্রামবাসীরা। সেখানেই শেষ শ্রদ্ধা জানান তাঁরা। উপস্থিত ছিলেন বিধায়ক সমীর পাঁজা-সহ প্রশাসনিক আধিকারিকরা। একজনের মৃতদেহ নিয়ে যাওয়া হয় হুগলি জেলায়। প্রশাসনের তরফে আহতদেরও একটি বাসে করে ওড়িশা থেকে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে।- বডির ভিস আছে, অন্য কোনও ভিডিওর শেষে দেবে না।