Ananda sakal : রাজ্যজুড়ে প্রবল গরম, অসুস্থ হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে।
প্রবল গরমে অসুস্থ হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। যাদবপুর বিদ্যাপীঠের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। বমি, ডিহাইড্রেশন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তরুণীর মৃত্যু। মৃতার বাড়ি তপসিয়ায়, নাম আনিসা আফরিন মণ্ডল। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন তরুণী। পরিবারের সঙ্গে নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন আনিসা। বাড়ি ফিরে সন্ধেয় অসুস্থ বোধ করেন, পরে মৃত্যু।