Ananda Sakal (Seg-1): রামপুরহাট কান্ডে নিহতদের ডিএনএ পরীক্ষা হবে, সিদ্ধান্ত সিবিআই এর ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামপুরহাটকাণ্ডে নিহত ৭ জনের দেহের ডিএনএ পরীক্ষা করাবে সিবিআই। বগটুইয়ে সোনা শেখের বাড়ি থেকে উদ্ধার হয় এই ৭ জনের দেহ। ৭ জনেরই দেহ শনাক্তকরণ হয়নি বলে অভিযোগ, তাই ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত সিবিআই-এর। ময়নাতদন্তের সময়ে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সেই নমুনা মিলিয়ে দেখা হবে। তারপর নমুনা পাঠানো হবে দিল্লির ফরেন্সিক ল্যাবে।
রামপুরহাট হত্যাকাণ্ডের রহস্য লুকিয়ে রয়েছে তিন জায়গার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজগুলোই এখন মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। তিন জায়গায় একই ব্যক্তিদের দেখা গেলে, বিষয়টা অনেকখানি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন তাঁরা
রামপুরহাটকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এবার পুলিশের মধ্যে শুরু হল কার্যত দায় ঠেলাঠেলি। সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO এই ঘটনায় জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দিকে কার্যত আঙুল তুলেছিলেন। এবার উচ্চপদস্থ আধিকারিকদের তরফে পাল্টা দাবি করা হল, SDPO তাঁদের সঠিক তথ্যই জানাননি
বাবা যুদ্ধক্ষেত্রে, সন্তান জন্মেই শরণার্থী! রুশ-ইউক্রেন যুদ্ধে বিপন্ন শৈশব। ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের শরণার্থী শিবিরে যুদ্ধের সমবয়সী এক শিশুর সন্ধান পেল এবিপি আনন্দ। মায়ের মুখে উঠে এল ভয়ঙ্কর সেই সব দিনের কথা।