Ananda Sakal (Seg 1): অনুরাগীদের ভিড়ের মাঝে, রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবসন্তের আগেই থামল কোকিলকণ্ঠ। ৯২ বছর বয়সে প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় হল শেষকৃত্য। শেষযাত্রায় সামিল অসংখ্য মানুষ।
পুরভোটের আগে এবার গোবরডাঙায় প্রার্থী বিক্ষোভ। টিকিট না পেয়ে ছাড়ার ঘোষণা তৃণমূল নেতা ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের। নির্দল হিসেবে ভোটে লড়ার সিদ্ধান্ত। গোবরডাঙা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূল প্রার্থী করেছে গৌতম চক্রবর্তীকে। এতেই ক্ষুব্ধ হয়ে গতকাল দলত্যাগ করেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। তাঁর সমর্থনে স্লোগানও দেন তৃণমূল কর্মীদের একাংশ। ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের দাবিও তোলেন তাঁরা। এ নিয়ে তৃণমূল নেতৃত্বের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ব্যারাকপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে দুই তৃণমূল প্রার্থীর প্রচার ঘিরে বিভ্রান্তি।একই সঙ্গে দুই তৃণমূল প্রার্থীর প্রচার চলছে ওই এলাকায়।একদিকে তৃণমূল প্রার্থী আইনজীবী সুতপা দত্তের নামে চলছে দেওয়াল লিখন।অন্যদিকে অপর তৃণমূল প্রার্থী সন্দীপা বিশ্বাসের নামেও পড়েছে পোস্টার। ‘আজকের মধ্যেই বিভ্রান্তি দূর হবে’, দাবি পুরপ্রশাসক উত্তম দাসের। একই ওয়ার্ডে দুই প্রার্থী নিয়ে কটাক্ষ বিজেপির (BJP)।