Ananda Sakal (Seg 1): রাস্তায় ছাত্রীকে কুপিয়ে চলেছে যুবক! বহরমপুরে হাড় হিম করা ছবি।Bangla News
abp ananda
Updated at:
03 May 2022 11:08 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহরমপুরের গোরাবাজারে মেসের সামনে ছাত্রীকে কুপিয়ে খুন! যুবকের হাতে অস্ত্র দেখে কাছে ঘেঁষতে সাহস পেলেন না কেউ! ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে গ্রেফতার যুবক! প্রেমের সম্পর্কের অবনতির কারণেই খুন! ধৃতকে জেরা করে এমনটাই জানা গেছে বলে জানিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ!
দুদিন আগেই বিয়ের পাকা কথা হয়েছে। ঠিক হয়ে গেছে বিয়ের দিনও। সবে যখন নতুন ঘর বাধার স্বপ্ন দেখা শুরু, তখনই সব ভেঙে তছনছ। গড়ফায় তরুণীর রহস্য মৃত্যু। হবু বরের সঙ্গে সাক্ষাতের পরই ঘর থেকে অচৈতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলেল তাকে মৃত বলে ঘোষণা করা হয়। খুন না আত্মহত্যা? উঠছে প্রশ্ন।