আনন্দ সকাল (Seg 1): পারদপতনের ফাঁকেই বাংলাজুড়ে ফের বৃষ্টির ভ্রুকুটি, কবে? | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহলদিয়ায় (Haldia) এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ! থানায় কারখানা কর্তৃপক্ষের অভিযোগ দায়েরের পরই সক্রিয় পুলিশ। শ্রমিক বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে গ্রেফতার INTTUC-র দুই জেলা শীর্ষ নেতা। দু’জনকেই সাসপেন্ড করেছে তৃণমূল (TMC)। এ নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।
হলদিয়ায় (Haldia) গ্রেফতার তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র জেলাস্তরের দুই হেভিওয়েট নেতা। নেপথ্যে কি তৃণমূলের (TMC) অন্তর্দ্বন্দ্ব? এই প্রশ্ন তুলে কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।
রাজ্য রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে হলদিয়া (Haldia)। বাম থেকে তৃণমূল (TMC), রাজ্যে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে, হলদিয়াতেও বদলে গেছে ক্ষমতার ভরকেন্দ্র। অনেকে বলছেন, হলদিয়ার নিয়ন্ত্রণ যে রাজ্য রাজনীতিতে আজও গুরুত্বপূর্ণ, সেটা বুঝিয়ে দিল বুধবারের ঘটনাক্রম।
রাতের শহরে ফের বাইক দুর্ঘটনা। গুরুতর আহত বাইক আরোহীকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের (SSKM) ট্রমা কেয়ার সেন্টারে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১টা নাগাদ বাইক নিয়ে এজেসি বোস রোড উড়ালপুলে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে গার্ড রেল ও পরে ডিভাইডারে ধাক্কা মারেন বছর বত্রিশের মহম্মদ জাকির হোসেন। রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
মাঘের শুরুতে খামখেয়ালি শীত। পারদের ওঠানামার ফাঁকেই বৃষ্টির ভ্রুকুটি। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন। আজ ও কাল উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙেও বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে।
ফাইভ জি নেটওয়ার্ক (5G Network) চালু হলে মার্কিন বিমান চলাচল ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই ভারত-সহ একাধিক দেশ আমেরিকাগামী উড়ান বাতিল করেছে। বুধবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সি-ব্যান্ড ফাইভ জি পরিষেবা চালু হওয়ার কথা ছিল। তার আগেই বিমানবন্দরের কাছে ফাইভ জি টাওয়ার বসানোয় বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মার্কিন উড়ান সংস্থাগুলি আশঙ্কা প্রকাশ করে। সান ফ্রান্সিসকো, বস্টন, শিকাগো, ডালাস, মিয়ামি, সিয়াটল-সহ একাধিক শহরে উড়ান বাতিল করেছে বিভিন্ন দেশের এয়ারলাইন্স সংস্থা। এ পর্যন্ত আমেরিকাগামী ১৪টি উড়ান বাতিল করেছে ভারত। তবে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা জানিয়েছে, আপাতত চালু হচ্ছে না ফাইভ জি নেটওয়ার্ক।