Ananda Sakal (Seg 1): পূর্ব ভারতে বিদ্যুৎ সঙ্কট, 'মোদি সরকারকে আগেই সতর্ক করা হয়েছিল', সরব রাহুল।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমারাত্মক বিদ্যুত্ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। বহু রাজ্যে মানুষকে ৮ ঘণ্টা লোডশেডিংয়ের যন্ত্রণা সইতে হচ্ছে। মজুত কয়লা কমে আসায় বিদ্যুত্-এর চাহিদা বাড়লে এই পরিস্থিতি হবে। মোদি সরকারকে আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। সমস্যা মোকাবিলার বদলে, তা অস্বীকার করেছিল সরকার। সত্য নিজে থেকেই কথা বলে। ফেসবুকে মোদি সরকারের কড়া সমালোচনায় রাহুল গাঁধী। ১৬৫টির মধ্যে ১০৬টি কয়লা খনিতে মজুতের পরিমাণ ২৫ শতাংশে নেমেছে। মাত্র ২১.৫৫ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে। প্রয়োজন ৬৬.৩২ মিলিয়ন টন কয়লা মজুত থাকা। গুজরাত, উত্তরপ্রদেশ, অন্ধ্র, মহারাষ্ট্র, পাঞ্জাবের মতো রাজ্য বিদ্যুত্ সঙ্কটের মোকাবিলায় লড়ছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ব্যবসা বন্ধের জের, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই সঙ্কটের জন্য দায়ী উদ্ধত এবং অপদার্থ মোদি সরকার। ফেসবুকে তোপ রাহুল গাঁধীর (Rahul Gandhi)।
পূর্ব ভারতের বড় অঞ্চল জুড়ে চলছে বিদ্যুত্ সঙ্কট। তাপপ্রবাহের পরিস্থিতি চলায় অনেকটা বেড়েছে বিদ্যুত্-এর চাহিদা। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্যে শহর এবং গ্রামাঞ্চলে দেখা দিয়েছে তীব্র বিদ্যুত্ সঙ্কট। এই সব এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের অনেকটা উপরে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, বিদ্যুত্-এর চাহিদা মেটাতে তিনি খোলা বাজার থেকে বিদ্যুত্ কিনতে আগ্রহী। তবে সেখানেও চাহিদা তুঙ্গে বলে জানিয়েছেন তিনি। শুধু ঝাড়খণ্ড নয়, অনেক রাজ্যই এই সমস্যায় ভুগছে বলে জানিয়েছেন সোরেন।