Ananda Sakal (Seg 2): জেলা থেকে সব সাফ করতে হবে, বিজেপিকে নিশানা তৃণমূলে যোগ দেওয়া অর্জুনের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSSC নিয়োগ-দুর্নীতি মামলায়, তিনদিন সাড়ে ১৬ ঘণ্টা সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, আজ উত্তরবঙ্গে ফিরছেন পরেশ অধিকারী। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন শিক্ষা প্রতিমন্ত্রী। সকাল ৯টা ১০-এ এয়ার এশিয়ার বিমানে তাঁর বাগডোগরা যাওয়ার কথা।
তৃণমূলে ফেরার পরে প্রথম সাংগঠনিক বৈঠকে উপস্থিত অৰ্জুন সিংহ। তৃণমূলের মন্ত্রী, সাংসদরা প্রত্যেকেই অর্জুনকে স্বাগত জানান। দলের দেওয়া দায়িত্ব গ্রহণের জন্য তৈরি বলে জানান সদ্য বিজেপিত্যাগী সাংসদও। আগামী ৩০ তারিখ শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
রবিবার জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তীর মতো উত্তর ২৪ পরগনার নেতাদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন অর্জুন সিং। কয়েকমাস আগেও এই নেতাদের সঙ্গে অর্জুনের বাগযুদ্ধ ছিল নিত্যদিনের বিষয়। চাঁচাছোলা ভাষায় পরস্পরকে আক্রমণ করতেন তাঁরা। তবে অর্জুন দল বদলাতেই বদলেছে সেই সমীকরণ।