Ananda Sakal (Seg 2): ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা, SSC অফিসে মোতায়েন CRPF জওয়ান ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাইকোর্টের নির্দেশের পরেই গভীর রাতে এসএসসি অফিস ঘিরে ফেলল সিআরপিএফ। রাত ২টো ৫০-এ আচার্য সদনের সামনে পৌঁছয় সিআরপিএফের ২টি ভ্যান। এসএসসি অফিসের দুটি গেটই বন্ধ থাকায় গেট টপকে ভিতরে ঢোকেন সিআরপিএফ আধিকারিক-সহ জওয়ানরা। গেটের বাইরেও মোতায়েন করা হয় কয়েকজন সিআরপিএফ জওয়ানকে। এরপর ভিতরে মোতায়েন রাজ্য পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিআরপিএফ আধিকারিকরা। প্রায় আধঘন্টা পরে খুলে দেওয়া হয় গেট। এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। মোতায়েন রয়েছে ১৬৭ নম্বর ব্যাটেলিয়নের একটি কোম্পানি।
হাইকোর্টের নির্দেশের পরেই গভীর রাতে এসএসসি অফিস ঘিরে ফেলল সিআরপিএফ। প্রধান গেট দুটিই বন্ধ রাখা হয়েছে। গেটের বাইরেও মোতায়েন করা হয়ছে কয়েকজন সিআরপিএফ জওয়ানকে। এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদেরও হাইকোর্টের নির্দেশ মতো বেরোতে দিচ্ছে না সিআরপিএফ জওয়ানরা। দিনে কাজে আসা কাউকেই ভেতরেও ঢুকতে দেওয়া হয় নি।