Ananda Sakal (Seg 2): করোনাকালে ঊর্ধ্বমুখী ওষুধের দাম ঘিরে মাথায় হাত মধ্যবিত্তের| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনাকালে ঊর্ধ্বমুখী ওষুধের দাম। বাড়ছে হার্ট, ফুসফুস ও ডায়াবিটিসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম। উত্তরোত্তর ওষুধের দাম বৃদ্ধির জেরে চিন্তা বেড়েছে সাধারণ মানুষের।
পশ্চিমবঙ্গে রবিবারের তুলনায় সোমবার কমেছিল দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা। সেই সঙ্গে কমেছিল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাও। কিন্তু, আচমকা একদিন নমুনা পরীক্ষার সংখ্যা কমার কারণ কী? প্রশ্ন তুলেছেন অনেকে। মঙ্গলবার কলকাতার বিভিন্ন বরোয় দেখা গেছে RT-PCR পরীক্ষা হচ্ছে গড়ে ১৫-২০ জনের। যদিও, মেয়রের যুক্তি, কর্মীসংখ্যা কম বলেই এই পরিস্থিতি।
কলকাতা পুরসভায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত, ১ হাজার কর্মী আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য ও জঞ্জাল সাফাই বিভাগের অবস্থা সবথেকে খারাপ। করোনা পরিস্থিতিতে, পুরসভার মাসিক অধিবেশন টাউন হলে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।