Ananda Sakal (Seg 2): 'আগামী নির্বাচনে বিরোধীরা যেন প্রার্থী দিতে না পারে', TMC বিধায়কের ভিডিয়ো ঘিরে তোলপাড়।Bangla News
abp ananda
Updated at:
02 May 2022 04:20 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যেন প্রার্থী দিতে না পারে। প্রার্থী দিলেও যেন ভোট না পায়! দলীয় কর্মীদের এই নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন হাওড়া সদরের তৃণমূল সভাপতি ও ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। এই মন্তব্যকে সামনে রেখে বিরোধীরা আগামী পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের আশঙ্কা করছে। যদিও বিরোধীদের আশঙ্কাকে আমল দিতে নারাজ তৃণমূল।
রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিয়োগ তুলে আবারও তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ গত বছর বিধানসভা নির্বাচনের পর যে হিংসার ঘটনা ঘটেছে তা রাজ্যের গণতন্ত্রের ইতিহাসে কলঙ্ক।