আনন্দ সকাল (Seg 2): সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নেট-যুদ্ধ অব্যাহত | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) নিয়ে নেট-যুদ্ধ অব্যাহত। এবার শ্রীরামপুরে নতুন সাংসদ চাই বলে ফেসবুকে পোস্ট করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ। একের পর এক ট্যুইট করে কল্যাণকে নিশানা করেছেন, মুখ্যমন্ত্রীর বোনের মেয়েও। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলের ভিতরে আলোচনা করুন। বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের।
ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় তদন্ত শুরু করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (Commissioner of Railway Safety)। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে চান কমিশনার অফ রেলওয়ে সেফটি। অন্যদিকে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য রাজ্য ফরেন্সিক দফতরকে চিঠি দিল জিআরপি (GRP)।
বিকানের এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে পরিবারের এক সদস্যের। কিন্তু সেই শোক কাটিয়ে ওঠার আগেই ফের বিপর্যয়! পরিবারের আরেক সদস্যের বিয়ের জন্য আনা গয়না ও নগদ টাকাও খোয়া গিয়েছে দুর্ঘটনাস্থল থেকে! এমনই অভিযোগ দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রী ও কোচবিহারের (Cooch Behar) বাসিন্দা এক পরিবারের।
নিরাপত্তার মাপকাঠিতে, সাধারণ কোচের থেকে এলএইচবি (LHB) বা লিঙ্ক হফম্যান বুশ কোচ অনেকটাই এগিয়ে। যদিও, ভারতে সব মেল-এক্সপ্রেস ট্রেনে এই কামরা চালু করা যায়নি। জলপাইগুড়িতে আপ বিকানের এক্সপ্রেস দুর্ঘটনার পরে ফের এই বিষয়টি নিয়ে উঠছে প্রশ্ন।
এসএসকেএম (SSKM) হাসপাতালে জোড়া বিরল অস্ত্রোপচার। বের করা হল ৮২ বছরের বৃদ্ধার হৃদযন্ত্র ফুটো করে দেওয়া পেসমেকারের তার। বসানো হল নতুন পেসমেকার। আজ রোগিণীকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল।