Ananda Sakal (Seg 2): পাড়ায় সিন্ডিকেট-সংঘাত, পুলিশ ডাকতে হল সাংসদকে।Bangla News
abp ananda
Updated at:
19 Apr 2022 01:46 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেহালায় তাণ্ডবের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই সিন্ডিকেট-সংঘর্ষে উত্তপ্ত হল লেক গার্ডেন্স। যে বাড়ি ভাঙা নিয়ে বিবাদের সূত্রপাত, সেই বাড়িটি সৌগত রায়ের দু’টি বাড়ির পরেই! ঘটনার পর, ফোন করে পুলিশ ডাকেন তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন, বখরা নিয়েই মারামারি।
আমাদের কর্মীদের কিছু মন্তব্য বা বিবৃতি নিয়ে ওঁরা চিন্তিত। অথচ তৃণমূল নেতাদের বাড়ির সামনে ইট পড়ছে, বোমা পড়ছে।পুরনো নেতারা হতাশ। এমনকি খুনোখুনিও হচ্ছে। সৌগত রায়ের বাড়ির সামনে সিন্ডিকেট তাণ্ডব নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।