Ananda sakal : বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশা কী? | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)৷ কেমন বাজেট চাইছেন সাধারণ মানুষ? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে কী প্রত্যাশা? চাকরিজীবী থেকে ব্যবসায়ীদের বাজেট ঘিরে হাজারো প্রত্যাশা৷
আজ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। বাড়ি থেকে বেড়িয়ে নর্থ ব্লকে প্রথমে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখান থেকে তিনি রওনা দেবেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ সেরে সংসদে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদনের জন্য বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রীসভা। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করা হবে। করোনাকালে এবারও পেপারলেস বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। তারপর বাজেটের ওপর প্রধানমন্ত্রীর ভাষণ। আর বিকেলে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।