Ananda Sakal (Seg 3): বেতন বকেয়া থাকলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে দিতে হবে, জিডি বিড়লাকে নির্দেশ আদালতের।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নতুন বিজ্ঞপ্তি জারি করল রানিকুঠির জি ডি বিড়লা স্কুল। স্কুলের তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ মেনে সমস্ত পড়ুয়াই আজ থেকে স্কুলে আসতে পারবে। পড়ুয়াদের বেতন বকেয়া থাকায় স্কুলে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গতকাল আদালতে ধাক্কা খায় জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ। সমস্ত পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মেনে এরপর সমস্ত পড়ুয়াদের স্কুলে আসতে বলে নোটিস জারি করে জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষ।
খড়দার পাতুলিয়ায় দলেরই কর্মীকে রাস্তায় ফেলে মার, হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। দলীয় নেতার বিরুদ্ধে রহড়া থানায় অভিযোগও দায়ের করেছেন ওই তৃণমূল কর্মী। অভিযোগকারী তৃণমূল কর্মী মনোজ মুহুরীর দাবি, রবিবার স্থানীয় এক ব্যক্তির সঙ্গে তাঁর বচসা বাধে। অভিযোগ, ওই ব্যক্তি ফোন করে স্থানীয় তৃণমূল নেতা আশিস চক্রবর্তীকে নালিশ জানানোয় তিনি দলবল নিয়ে এসে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করেন। পাল্টা সিসি ক্যামেরার ফুটেজ দাখিল করে ঘটনাস্থলে থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। শাসকদলের এলাকা দখলের লড়াই, কটাক্ষ বিজেপির। ঘটনায় দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।