আনন্দ সকাল (Seg 3): 'হতবাক এবং ব্যথিত', রাজ্যের ট্যাবলো বাদ পড়া নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লিতে (Delhi) রাজ্যের ট্যাবলো বাদ পড়া বিতর্কে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন্দ্রের সিদ্ধান্তে তিনি হতবাক এবং ব্যথিত হয়েছেন। প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন তিনি।
কার কাছে যাব? কোথায় অভিযোগ জানাব? ফের পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) কটাক্ষ করে প্রশ্ন ছুড়ে দিলেন মদন মিত্র (Madan Mitra)। দলের ভিতরের বিষয় বলে, কোনও মন্তব্য করতে চাননি তৃণমূলের মহাসচিব। যদিও শাসকদলের অন্দরের অসন্তোষ নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। এই নিয়ে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "এতদিন মোদিজির মন কী বাত শোনা যেত। এখন তা শোনা যাচ্ছে মদন-কল্যাণদের গলায়।"
সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) দ্রুত কার্যকরের দাবি। বিজেপির (BJP) উপর চাপ আরও বাড়ালেন মতুয়া (Matua) সাংসদ, বিধায়করা। দাবি আদায়ে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে মতুয়ারা। মতুয়াদের পাশে দল আছে বলে জানিয়েছে বিজেপি (BJP)। মতুয়া ক্ষোভ সামনে চলে আসায় গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছে তৃণমূল (TMC)।
এদিকে, করোনা-আবহে উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুর হার বাড়ল প্রায় ২০ শতাংশ। যদিও ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ কমল প্রায় ১৩ হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। গতকালের তুলনায় কমল ওমিক্রন (Omicron) সংক্রমণও। গতকালের ২৭ শতাংশ থেকে কমে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি ৬ শতাংশ।