Ananda Sakal (seg 3): বেহালায় তাণ্ডবের পিছনে সিন্ডিকেট-রাজ?।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র বেহালার চড়কতলা। শোনা গেল গুলি চলার শব্দ। এলাকা জুড়ে চলল অবাধে ভাঙচুর। এমনকি আবাসনে ঢুকেও তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। আর সবটাই হল পুলিশের সামনে! অবশেষে ঘটনার ১৪ ঘণ্টা পর ধরপাকড় শুরু করল পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। সিন্ডিকেটের তত্ত্ব উঠে আসছে, বেহালা সংঘর্ষের ক্ষেত্রে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।
অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) ফের রাসায়নিক কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। এলুরুর একটি কারখানায় নাইট্রিক অ্যাসিড চুঁইয়ে বাইরে বেরিয়ে আসার ফলে প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কারখানার রিয়্যাক্টর ফেটে আগুন ধরে যায়। আগুনে ঝলসে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের বিজয়ওয়াড়ার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের সকলেই বিহার থেকে এসেছিলেন বলে জানা গিয়েছে। মৃত ও আহতদের পরিবারপিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।