Ananda Sakal (Seg 3): আনিসের ফোন চেয়ে SIT-এর নোটিস ফেরাল পরিবার|Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছাত্রনেতা আনিস খানের (Anish Khan) রহস্যমৃত্যুর ঘটনার পর চারদিন পার। এখনও অধরা দোষীরা। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতি ও মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আমতা থানার এক এএসআই এবং এক কনস্টেবলকে সাসপেন্ড করেছে প্রশাসন। বসিয়ে দেওয়া হয়েছে এক হোমগার্ডকেও। গতকাল আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে ভবানীভবনে তলব করেন সিটের প্রধান। সাসপেন্ডের সিদ্ধান্তে সন্তুষ্ট নন আনিসের বাবা। সিবিআইয়ের দাবিতে এখনও অনড় পরিবার। গতকাল রাতে ফের মৃত আনিস খানের বাড়িতে যান সিটের সদস্যরা। আনিসের মোবাইল ফোন চেয়ে নোটিস সিটের। কিন্তু ফোন দিতে অস্বীকার পরিবারের। সিবিআই বা আদালত চাইলে ফোন দেওয়া হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে রাতভর অবস্থান এসএফআই সদস্যদের। গতকাল সন্ধে ৬টা থেকে শুরু হয়েছে বিক্ষোভ। দুপুর ১২টা পর্যন্ত ধর্না অবস্থান চলবে। এরপর এসএফআইয়ের কলকাতা জেলা কমিটির ডাকে মিছিলে পা মেলাবেন বিক্ষোভকারীরা।
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ। সিবিআই তদন্ত নিয়ে আনিসের দাদাকে হুমকি-ফোন। পরিবারের দাবি, গতকাল রাত ১টা ৪ মিনিটে অচেনা নম্বর থেকে ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। আনিসের পরিবারের অভিযোগ, খুনে অভিযুক্তরাই ফোনে হুমকি দিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত আনিসের পরিবার। তবে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এই অডিও ক্লিপ সিবিআই বা আদালত চাইলে দেওয়া হবে আনিসের পরিবার জানিয়েছে। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।