Ananda Sakal (Seg 4): সময়ের আগেই সিবিআই দফতরের হাজিরা দিলেন অনুব্রত।Bangla News
abp ananda
Updated at:
19 May 2022 02:56 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিছুক্ষণ আগেই গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেখা একটি গাড়ি আসে এসএসসির অফিসে। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে এসএসসির সেক্রেটারি বলে পরিচয় দেন। সঙ্গে সঙ্গে সিআরপিএফের একজন মহিলা আধিকারিক জানিয়ে দেন, কাউকে প্রবেশ করতে দেওয়ার অনুমতি তাদের কাছে নেই। তার কিছুক্ষণ পরেই দেখা যায় বিশাল সংখ্যক বিধাননগর কমিশনারেটের পুলিশ এই এসএসসি অফিসের সামনে উপস্থিত হয়।
অবশেষে সিবিআই-এর কাছে হাজিরা অনুব্রতর। অবুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) একটি গেস্ট রুমে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে।