আনন্দ সকাল (Seg 4): 'সদস্যদেরই অন্ধকারে রেখে চলছে পঞ্চায়েত', তৃণমূল প্রধানের বিরুদ্ধে BDO-র কাছে নালিশ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদস্যদের অন্ধকারে রেখেই চালানো হচ্ছে পঞ্চায়েত। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) হেমচন্দ্র পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিডিওর (BDO) কাছে অভিযোগ দায়ের উপপ্রধান-সহ ১০ জনের। অভিযোগ মানতে নারাজ তৃণমূল (TMC) প্রধান। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।
ইংরেজবাজার (Englishbazar) পুরসভার নির্বাচন নিয়ে তৃণমূলের (TMC) রণকৌশল বৈঠক হল। অথচ সেখানে দেখা গেল না কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে (Krishnendu Narayan Chowdhury)! তৃণমূল জেলা সভাপতির দাবি, আমন্ত্রণ জানানো হলেও, অসুস্থতার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি প্রাক্তন মন্ত্রী। আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি!
পুরভোটের আবহে কোচবিহার (Cooch Behar) শহরের ভোটার হলেন রবীন্দ্রনাথ ঘোষ। প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের (TMC) রাজ্য সহ সভাপতির ঠিকানা বদলকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি কোচবিহার পুরসভা নির্বাচনে রবীন্দ্রনাথ ঘোষকে (Rabindranath Ghosh) প্রার্থী করতে চলেছে তৃণমূল?
পুরভোটের মুখে বীরভূমের (Birbhum) দুবরাজপুরে বিজেপিতে (BJP) বড় ভাঙন। দুবরাজপুর (Dubrajpur) শহর বিজেপি সভাপতি-সহ ৩০ জন পদাধিকারী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন বিক্ষুব্ধরা। যদিও এই ক্ষোভকে আমল দিতে চায়নি বিজেপি (BJP)।
ভেজাল নুন ধরতে উদ্যোগী স্বাস্থ্য দফতর। জারি করা হয়েছে নির্দেশিকা। নির্দেশিকায় উল্লেখ, ভেজাল নুন ধরতে এবার সরাসরি দোকান থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হবে পরীক্ষার জন্য। এর জন্য প্রতি মাসে রাজ্যের প্রতিটি ব্লক থেকে ২০টি করে নমুনা সংগ্রহ করা হবে। ডিসেম্বর মাসে ১৪টি জেলা থেকে নুনের ১২৮টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার মধ্যে ২৬টি নমুনায় নুনের গুণগত মান খারাপ। সবথেকে খারাপ নুন মিলেছে পূর্ব মেদিনীপুর, বীরভূমের রামপুরহাট ও মুর্শিদাবাদে। এরপরই ভেজাল নুন ধরতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের জন্য নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।