Ananda Sakal : দিল্লিতে হাজিরা অভিষেকের, ৩ ED অফিসারকে তলব কালীঘাট থানায়। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউ আলিপুরে (New Alipore) রঙের গুদামে বিধ্বংসী আগুন। ভয়াবহ আগুনে ভেঙে পড়ল গুদামের একাংশ। রাসায়নিক থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তবে পরিস্থিতি কিছুটা আয়ত্তে। বিভিন্ন জায়গায় পকেট ফায়ার (Pocket Fire) দেখা যাচ্ছে। সেইগুলি নিয়ন্ত্রণে তৎপর দমকল কর্মীরা।
কয়লাকাণ্ডে দিল্লিতে অভিষেককে ইডির জিজ্ঞাসাবাদ। ‘আত্মসমর্পণ করিনি বলে গায়ে জ্বালা’, আক্রমণ অভিষেকের। আদালতে যান, পাল্টা বিজেপি। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সংঘাতের আবহে কলকাতায় তৎপর পুলিশ। কালীঘাট থানার একটি মামলায় ৩ ইডি অফিসারকে তলব।
জেনারেটর বন্ধ করে বিধায়ক! বেলুন ফোলানো নেতা! নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন কলকাতা পুলিশের কর্তা শান্তনু সিংহ বিশ্বাস! ভাইরাল হয়েছে বাঁকুড়ার সভার ভিডিও। যেখানে ওই পুলিশকর্তাকে, মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করতেও শোনা যায়। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।