Ananda Sakal (Seg 4): চেরনোবিলের পরিত্যক্ত পরমাণু কেন্দ্রের দখল নিয়েছে রুশ সেনা, কী বললেন প্রাক্তন সেনাকর্তা ?।Bangla News
abp ananda
Updated at:
25 Feb 2022 12:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযুদ্ধের দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর সকাল থেকে পরপর ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে রুশ সেনা। তুমুল সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়। সেইসঙ্গে চলছে রাশিয়ার বিমানহানাও। ইউক্রেন সরকার স্বীকার করেছে, এখনও পর্যন্ত যুদ্ধে তাদের দেশের ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬০ জন। ইতিমধ্যে চেরনোবিলের পরিত্যক্ত পরমাণু কেন্দ্রের দখল নিয়েছে রুশ সেনা। এনিয়ে কী বললেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস ?