Ananda Sakal (Seg 4): রামপুরহাটকাণ্ডে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে হদিশ ৪ অভিযুক্তের। Bangla News
abp ananda
Updated at:
08 Apr 2022 01:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবীরভূমের রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি। মুম্বই থেকে বাপ্পা ও সাবু শেখ-সহ ৪ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রামপুরহাট হত্যাকাণ্ডে দায়ের হওয়া FIR-এর ১৩ ও ১৫ নম্বরে নাম ছিল বাপ্পা ও সাবু শেখের। সূত্রের খবর, মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এবং অন্যান্য সূত্র ধরেই হদিশ মেলে ৪ অভিযুক্তর। বগটুই ও আশেপাশের গ্রামের কয়েকজন যুবক মুম্বইয়ে কাজ করেন। তাঁদের সাহায্য নিয়েই এই ৪ জন আস্তানা পাল্টে পাল্টে থাকছিলেন মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হল কলকাতায়।