আনন্দ সকাল (Seg 4): করোনা আবহে রাজ্যের ৪ কর্পোরেশনে ভোট ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনার (Corona) বাড়বাড়ন্তের মধ্যেও চার পুরসভার ভোট নির্ধারিত দিনেই হবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। আর গতকাল ভোটের মনোনয়ন জমার শেষদিনে বিধাননগর (Bidhannagar) থেকে শিলিগুড়ি (Siliguri), আসানসোল থেকে চন্দননগর, সব জায়গাতেই ধরা পড়ল করোনাবিধি লঙ্ঘনের ছবি!
২২ জানুয়ারি, ভোট হবে রাজ্যের ৪ কর্পোরেশনে। জানাল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal state election commission)। করোনাকালে ভোট। তার জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। করা যাবে না, রোড শো, মিছিল, বাইক বা সাইকেল র্যালি। রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর (Political Turmoil)।
উত্তর ২৪ পরগনায় (North 24 Pargana) ব্যারাকপুর পুরসভা (Barrackpore Municipality) এলাকায় গত তিনদিনে ৩০ জনেরও বেশি করোনা (Corona) আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ব্যারাকপুরে ১৭টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। যাঁদের বাড়িতে করোনা আক্রান্ত রয়েছেন, তাঁদের বাড়ির লোককে নিষেধ করা হয়েছে বাইরে বেরোতে।
করোনা (Corona) আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি নিজেই ট্যুইটার হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী জানান, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। তিনি আইসোলেশনে রয়েছেন। গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরও করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM)।
পুরসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে তীব্র অস্বস্তি। বঙ্গ বিজেপি নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ উগরে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মন্ত্রিত্ব বা দল ছাড়ার কথা ভাবছেন কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে মতুয়াদের প্রতি বঞ্চনার অভিযোগে বিজেপিকে বিঁধেছে তৃণমূল।