Ananda Sakal (Seg 4): আজ দিল্লির বিরুদ্ধে ওয়াংখেড়েতে স্বমূর্তিতে দেখা যাবে রাসেলকে?।Bangla News
abp ananda
Updated at:
28 Apr 2022 11:58 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়াংখেড়েতে বৃহস্পতিবার বদলার ম্যাচ। প্রথম লেগে দিল্লির কাছে হারের পাল্টা জবাব দিতে তৈরি শ্রেয়সের কলকাতা। তবে, ওপেনিং সমস্যা ও দল নির্বাচন টিম ম্যানেজমেন্টের মাথাব্যথার কারণ। পন্থ, কুলদীপদের আটকাতে স্ট্র্যাটেজির খোঁজ নাইট শিবিরে।
দিল্লি ম্যাচের আগে নেটেই রাসেল-ঝড়। ছক্কা হাঁকিয়ে ভেঙেই ফেললেন চেয়ার। আজ দিল্লির বিরুদ্ধে কি ওয়াংখেড়েতে স্বমূর্তিতে দেখা যাবে তাঁকে? আশায় বুক বাঁধছেন কলকাতার ক্রিকেট ভক্তরা।