আনন্দ সকাল (Seg 4): একাধিক সামাজিক প্রকল্পের সাহায্যে বিশ্ব ব্যাঙ্কের কাছে ঋণ নিচ্ছে রাজ্য সরকার | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকাধিক সামাজিক প্রকল্পে সাহায্য। রাজ্যকে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ দিল বিশ্ব ব্যাঙ্ক (World Bank)। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একের পর এক প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। মহিলা, বৃদ্ধ, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য ঘোষণা করা হয়েছে ভাতা। সূত্রের খবর, এইসব প্রকল্পকে আরও ভালোভাবে চালাতে বিশ্ব ব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছিল রাজ্য সরকার।
করোনাকালে রাজ্য সরকারের এবার নতুন প্রকল্প 'পাড়ায় শিক্ষালয়'। এবার পাড়ায় পাড়ায় স্কুল কচিকাঁচাদের। প্রাথমিকে নতুন প্রকল্প আনছে রাজ্য। সোমবারই ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।
স্কুল খোলার দাবিতে ফের পথে নামতে চলেছে এসএফআই। ৩১ জানুয়ারির মধ্যে সরকার স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত না নিলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কটাক্ষ করেও স্কুল খোলার দাবিকে সমর্থন করেছে বিজেপি। একজন পড়ুয়াও করোনা আক্রান্ত হলে দায় নিয়ে হবে এসএফআইকে, আন্দোলনকে নিশানা তৃণমূলের।