Ananda sakal (Seg 4): রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা হবে, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল কেন্দ্র।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টে নতুন হলফনামা কেন্দ্রের। রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হবে। হলফনামা দিয়ে জানাল মোদি সরকার। হলফনামায় কেন্দ্র জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই আইন বিলোপের পক্ষে।স্বাধীনতার ৭৫ বছরে আজাদি কা অমৃত মহোত্সবের মধ্যেই আইন বিলোপ জরুরি। তাই ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ) ধারার পুনরায় পরীক্ষা ও পুনর্বিবেচনার সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়েছে কেন্দ্র। এর আগে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, রাষ্ট্রদ্রোহ আইন বাতিলে তাদের সায় নেই। তবে প্রয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা প্রয়োজন।
কায়দা করে রাষ্ট্রদ্রোহ মামলায় সময় কিনছে কেন্দ্র। গোটা প্রক্রিয়াটি হাস্যকর। ১৫০ বছরের পুরনো আইন নিয়ে ৭ বছরের মোদি শাসন। এই সময়ের মধ্যে কোনও পরিবর্তন নেই। অথচ আচমকা সুপ্রিম কোর্টে শুনানির আগে নাগরিক স্বাধীনতার পক্ষে কেন্দ্র। ট্যুইটে খোঁচা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।