Ananda Sakal (Seg 4): মরণবাঁচন ম্যাচে আজ লখনউয়ের মুখোমুখি নাইটরা।Bangla News
abp ananda
Updated at:
18 May 2022 11:38 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ লখনউয়ের মুখোমুখি কেকেআর। প্লে-অফে যেতে গেলে ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর অঙ্কের দিকেও। তবে পরপর ২ ম্যাচ জেতার মনোবলকে সম্বল করে লখনউ ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবতে চান না শ্রেয়সরা।