আনন্দ সকাল (Seg 4): আসন সংখ্যা বাড়লেও ক্ষমতা থেকে বহুদূরেই থেমে গেল সাইকেল | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুলডোজারে বিরোধীদের গুঁড়িয়ে, উত্তরপ্রদেশের (UP) কুর্সিতে ফের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ৩ দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। গতবারের থেকে আসন বাড়লেও, বিজেপির থেকে অনেক পিছনে রইল অখিলেশের সমাজবাদী পার্টি (SP)। কোনও দাগ কাটতে পারল না কংগ্রেস।
হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মীকে খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এনিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৩। গতকাল দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত কুন্দন কুমারের দুই সঙ্গী দেবরাজ রায় ও জিতেন লামাকে। মৃতের সহকর্মী কুন্দনকে আগেই বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। টাকাপয়সা লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই হরিদেবপুরে বেসরকারি সংস্থার কর্মী সিদ্ধার্থ ওরফে বাপ্পা ভট্টাচার্যকে খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।