আনন্দ সকাল (২): 'হাথরস নিয়ে নীরব কেন প্রধানমন্ত্রী?' পঞ্জাবে কৃষি আইনের প্রতিবাদ সভা থেকে আক্রমণ রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Oct 2020 10:33 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মঙ্গলবার পঞ্জাবে শেষ হল কংগ্রেসের খেতি বাঁচাও আন্দোলন কর্মসূচি। তবে নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন এখনই থামবে না বলে দাবি করেন রাহুল গাঁধী। তাঁর মন্তব্য, "ছ'মাস পরে দেশের যুব সমাজ কাজ পাবে না, এবং দু মুঠো ভাতও জুটবে না দেশের মানুষের।" তিনদিনের কর্মসূচিতে পঞ্জাবে ট্র্যাক্টর চালাতে দেখা যায় রাহুলকে।
অন্যদিকে, হাথরস কাণ্ডে সিটকে আরও ১০ দিন সময় দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রিপোর্ট পেশের কথা ছিল সিটের। তদন্তে আরও কিছু সূত্র উঠে আসায় তিন সদস্যের বিশেষ দলকে আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে। হাথরসকাণ্ডে যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত হয় এই সিট।
অন্যদিকে, কৃষি আইন প্রতিবাদ কর্মসূচির মধ্যেই হাথরস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। যদিও রাহুলের এই প্রশ্নের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের কটাক্ষ, "রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এসব করছেন কংগ্রেস সাংসদ।"
অন্যদিকে, হাথরস কাণ্ডে সিটকে আরও ১০ দিন সময় দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রিপোর্ট পেশের কথা ছিল সিটের। তদন্তে আরও কিছু সূত্র উঠে আসায় তিন সদস্যের বিশেষ দলকে আরও ১০ দিন সময় দেওয়া হয়েছে। হাথরসকাণ্ডে যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত হয় এই সিট।
অন্যদিকে, কৃষি আইন প্রতিবাদ কর্মসূচির মধ্যেই হাথরস প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ। যদিও রাহুলের এই প্রশ্নের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের কটাক্ষ, "রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এসব করছেন কংগ্রেস সাংসদ।"