Ananda Sjakl (Seg 1): ক্রমশ এগোচ্ছে ‘অশনি’, ২১ থেকে বেড়ে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’। মৌসম ভবন সূত্রে খবর, আজ সকাল ৮টা নাগাদ ‘অশনি’র অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার আর পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে। ২১ থেকে বেড়ে এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।
মৌসম ভবন সূত্রে খবর, আজ সকাল ৮টা নাগাদ ‘অশনি’র অবস্থান অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিলোমিটার আর পুরী থেকে ৬৮০ কিলোমিটার দূরে। ২১ থেকে বেড়ে এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২৫ কিলোমিটার। এটি আগামীকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।
দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক প্রচার চলছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে। সতর্ক করা হচ্ছে পর্যটক, মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ঘুম উড়েছে এলাকাবাসীর। এদিকে, গতকাল নদীবাঁধের অবস্থা খতিয়ে দেখলেন গোসাবা ও কুলতলির দুই তৃণমূল বিধায়ক।