Ananda sokal: ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSealdah News: কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা। শিয়ালদা স্টেশন কি পাচারের হটস্পট হয়ে উঠছে? গত কয়েক মাসে শিয়ালদা স্টেশন থেকে অস্ত্র উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে। এর আগে ২৭ জানুয়ারি সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ উত্তরপ্রদেশের ৫ জন দুষ্কৃতীকে। গ্রেফতার করে কলকাতা পুলিশের STF. উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি। ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। এবারও সেই শিয়ালদা স্টেশন। ট্রেন থেকে নামতেই অস্ত্র সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF। ধৃতের নাম হাসান শেখ, সে মালদার বাসিন্দা ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি তার কাছ থেকে উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, বিহারের খাগাড়িয়া থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসিং জেলায়। সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আসছিল অস্ত্র পাচারকারী। ভোর সাড়ে ৫টার পর শিয়ালদা স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। ট্রলি ব্যাগে জামাকাপড়ের নীচে লুকিয়ে আনা হচ্ছিল আগ্নেয়াস্ত্র-গুলি।