Ananda Sokal: 'দানা'র প্রভাবে দিনভর বৃষ্টি, কলকাতায় জমেছে জল, বহু রাস্তা এখনও জলের তলায়
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও, কলকাতায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যার ফলে শহরের বেশ কয়েকটি জায়গায় জল জমে যায়। দিনভর দুর্যোগের মধ্যে বাসের সংখ্যা ছিল কম। সমস্যায় পড়েন অফিস যাত্রীরা।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় ওড়িশার ধামারার কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় 'দানা'র সর্বোচ্চ গতিবেগ ছিল ১২০ কিমি। রাতে ঝড়বৃষ্টি না হলেও বৃহস্পতিবার রাত থেকে কলকাতায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়। কলকাতায় শনিবার অবধি বৃষ্টি চলতে পারে আর হাওড়া, হুগলি-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও ভারী বৃষ্টিতে ভাসছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরের বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। জমা জলে পড়ে থেকে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের।
আবহাওয়া দফতরের পূর্ভাভাস, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় শনিবার বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের তিন জেলা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জেলায়। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, এদিন বৃষ্টির সম্ভাবনা নিতান্ত কম।
দুর্যোগপূর্ণ আবহাওয়া সরে গিয়ে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিন জেলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । সকাল থেকে দুপুরের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আরও বেশ কিছু জেলায়।