Ananda Sokal: সাতসকালে কেঁপে উঠল কলকাতা। উৎসস্থল নেপাল হলেও, কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda Live: আবার আতঙ্ক ফেরাল ভূমিকম্প। বছর ২ আগে ২০২৩ সালের নভেম্বর মাসে তীব্র ভূকম্পনে বড় ক্ষতির মুখোমুখি হয় নেপাল। সেবার বহু মানুষের প্রাণও কেড়ে নিয়েছিল ভূমিকম্প। মঙ্গলবার সকালে মাটি কেঁপে উঠতেই অতীতের অভিজ্ঞতা থেকে ত্রস্ত হয়ে পড়েন নেপালের বাসিন্দারা। এবার উৎসস্থল নেপাল লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে । কম্পনের তীব্রতা ছিল প্রবল। রিখটার স্কেলে ৭.১। আর তার সরাসরি প্রভাব পড়ে নিকটবর্তী উত্তরবঙ্গে। বিশেষত পার্বত্য পশ্চিমবঙ্গে ভালরকম টের পাওয়া যায় কম্পন। সূত্রের দাবি, উত্তরবঙ্গে কম্পনের তীব্রতা ছিল ৫.৩।
মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ভয়ে রাস্তায় নেমে আসে বহু মানুষ। যদিও ক্ষয় ক্ষতির খবর এখনও জানা যায়নি। একই সঙ্গে ভূমিকম্প বোঝা যায় কলকাতা, দিল্লি,বিহারের বিভিন্ন এলাকায়। মোট ৫ টি দেশে কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, চিনও কেঁপে ওঠে।
মঙ্গলবার ভোর ৬ টা ৩৫ মিনিট নাগাদ কিছু সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় বাংলার জেলায় জেলায় । নেপাল থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কম্পনের তীব্রতা কমেছে । সকাল ৭.০২ মিনিট নাগাদ নেপালে আফটার শক অনুভূত হয়। সেবার কম্পনের মাত্রা ছিল ৪.৭।