Ananda Sokal: বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু সহ চার বিধায়ক, আজ থেকে ধর্না

Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSuvendu Adhikari: সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন অধ্যক্ষ। তারপরই শুভেনদু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষের চেয়ারের দিকে কাগজ ছোঁড়ার অভিযোগ ওঠে শুভেনদু অধিকারীর দিকে। এরপর ৩০ দিনের জন্য বিরোধী দলনেতা-সহ ৪ বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ। শুভেন্দু অধিকারীর অভিযোগ, সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়কদের টার্গেট করা হয়েছে। সাসপেনশনের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভার গেটে ধর্নার বসবেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীকে বয়কট করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা-সহ চার বিজেপি বিধায়কের সাসপেনশন ঘিরে তোলপাড় রাজ্য় রাজনীতি। শুভেনদু অধিকারীর আচরণের কড়া নিন্দা করছে তৃণমূল। পাল্টা শুবেনদু অধিকারী তুলে ধরেছেন ২০০৬ সালের ৩০ নভেম্বর বিধানভায় ভাঙচুর, ২০০৫ সালের ৪ অগাস্ট লোকসভায় ঘটা ঘটনার প্রসঙ্গ। এদিন, শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে। যা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। এ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী থেকে অধীর চৌধুরী।