Fashion designer Sharbari Dutta died :'মায়ের মতো ব্যক্তিত্ব', স্মৃতিচারণায় সঙ্গীতশিল্পী ইমন, অভিনেত্রী সম্পূর্ণা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশর্বরী দত্তের মৃত্যুতে শোকাহত গায়িকা ইমন চক্রবর্তী। এখনও মেনে নিতে পারছেন না তিনি। ইমনের কথায়, "শর্বরীদি একজন অত্যন্ত প্রাণবন্ত মানুষ ছিলেন।"
অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী জানান, শর্বরী দত্ত মানুষকে খুব কাছের করে নিতে পারতেন। তিনি ছিলেন মায়ের মতো।
ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার। ওই দিন সকাল থেকেই তাঁকে বাড়িতে দেখা যাচ্ছিল না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি অন্যান্য দিনের মতোই তিনি কোনও কাজে বেরিয়েছেন বলে মনে করেন তাঁরা। শর্বরী দত্তর ছেলে অমলিন দত্তর দাবি গভীর রাত পর্যন্ত তাঁর মা বাড়ি না ফেরায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর বাড়ির একটি শৌচাগারে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় কড়েয়া থানায়। ঘটনাস্থলে আসে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল শর্বরী দত্তের, তদন্তে পুলিশ।