Jharkhand: ৮ দিনে পা, এখনও ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি-অফিসে চলছে আয়কর হানা
ABP Ananda
Updated at:
12 Dec 2023 11:26 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৮ দিনে পা, এখনও ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি-অফিসে চলছে আয়কর হানা। এপর্যন্ত হদিশ মিলেছে ৩৫৪ কোটি, আর কত ? ৪০০ কোটির পথে টাকার পাহাড় ? ঝাড়খণ্ড, ওড়িশা-বাংলার ৮ জায়গায় মঙ্গলবার থেকে ম্যারাথন আয়কর তল্লাশি। কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর অফিস ও গুদাম থেকে উদ্ধার টাকার পাহাড়। রাঁচির রেডিয়াম রোডে ধীরজের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি। ধীরজ সাউয়ের অফিস, গুদাম, কারখানা, হোটেল, হাসপাতালে আইটি রেড। এক দফায় এটাই এখনও পর্যন্ত সবথেকে বেশি টাকা উদ্ধার, দাবি আয়কর দফতরের
টানা আয়কর হানা, সপরিবারে জয়পুরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ধীরজ: সূত্র। পারিবারিক ও ব্যবসার টাকা, আলমারি ভর্তি বান্ডিল বান্ডিল নোট নিয়ে দাবি পরিবারের: সূত্র। আলমারি ভর্তি কাঁড়ি কাঁড়ি ১০০-২০০-৫০০ টাকার নোট, গুনতে যন্ত্রও ক্লান্ত!