Jyotipriya Mullick: হাসপাতাল থেকে ছুটি পেলেন জ্য়োতিপ্রিয়, সোজা তাঁকে CGO কমপ্লেক্সে নিয়ে গেল ED
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅ্য়াপোলো হাসপাতাল থেকে ছুটি পেলেন জ্য়োতিপ্রিয় মল্লিক। হাসপাতাল ডিসচার্জ করতেই সোজা তাঁকে CGO কমপ্লেক্সে নিয়ে গেল ED। সোমবারই অ্য়াপোলো হাসপাতালের মেডিক্য়াল বোর্ড জানিয়ে দেয়, ভাল আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তাঁকে আর হাসপাতালে রাখার প্রয়োজন নেই। এরপ রই সন্ধেয় অ্য়াপোলো হাসপাতালে পৌঁছন ইডির অফিসাররা। কিছুক্ষণ বাদে হেঁটেই হাসপাতাল থেকে বেরোন জ্য়োতিপ্রিয় মল্লিক। হাসপাতাল সূত্রে দাবি, টানা ২১ ঘণ্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সময় খাওয়া-দাওয়া করেননি মন্ত্রী, ঘুমোননি। সেই কারণে ব্লাড প্রেসার ফল করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি। ক্রিয়েটিনিন ও পটাশিয়ামের মাত্রাও শরীরে বেড়ে গেছিল। তবে গত কয়েকদিনের চিকিৎসায় এখন সুস্থ হয়ে উঠেছেন। গতকালই ব্যাঙ্কশাল কোর্টে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছে ইডি।