Kolkata Mayor: কে হবেন কলকাতার মেয়র? আজ দুপুরেই চূড়ান্ত সিদ্ধান্ত | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকে হবেন কলকাতার মেয়র তা স্থির করতে আজ বৈঠকে বসছে তৃণমূল (TMC)। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে সভা করবে শাসকদল। উপস্থিত থাকবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। পুরভোটের ফল ঘোষণার পর, প্রথম দলীয় বৈঠকে কয়েকজন সাংসদ, বিধায়কেরও থাকার কথা। এই সভাতেই চূড়ান্ত হবে কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম। নাম ঘোষণা হবে চেয়ারপার্সনেরও। দুপুর ২টোয় নাম ঘোষণার সম্ভাবনা।
কলকাতা পুরভোট শেষ। ফের দুরন্ত ফল করে ছোটবাড়ির দখল নিল তৃণমূল (TMC)। ভোট মানেই শহরের মুখ ঢেকে যায় হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স, পোস্টারে। এবারও তার ব্যাতিক্রম হয়নি। কলকাতাকে দূষণমুক্ত রাখতে ভোটের ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত রাজনৈতিক দলের ফেস্টুন, ব্যানার, ফ্লেক্স সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু শহরজুড়ে কি সেই নির্দেশ আদৌ পালন করা হচ্ছে?
আরও ২ ওমিক্রন (Omicrion) আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। লন্ডন বং নাইজেরিয়া ফেরতের দেহে মিলল নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩। করোনা আক্রান্তের হদিশ মিললে আইসোলেশন (Isolation) বাধ্যতামূলক, আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ইঞ্জিনিয়ারিং বিভাগে টাকা নিয়ে ভর্তির চেষ্টার অভিযোগ। ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ধৃতদের জেরায় উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়ার নাম। তাঁদের ভূমিকা নিয়ে তদন্তের আশ্বাস।