TMC: লোকসভা ভোটের আগে কালীঘাটের বৈঠকে, অভিষেকের উপস্থিতিতে কড়া বার্তা মমতার | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনবীন বনাম প্রবীণ, এক ব্য়ক্তি এক পদ, এমনকী অর্জুন বনাম সোমনাথ শ্যাম, লোকসভা ভোটের আগে এ সবকিছুতেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছেন একের পর এক নেতা! এই প্রেক্ষাপটে গতকাল কালীঘাটের বৈঠকে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উপস্থিতিতে, কড়া বার্তা দিতে হল মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। তৃণমূল সূত্রে দাবি, এদিনের বৈঠকে তৃণমূলনেত্রী জানান, কারও প্রশ্ন থাকলে, দলের মধ্য়ে আলোচনা করা যেতে পারে। প্রকাশ্য়ে বা সোশাল মিডিয়ায় মুখ খোলা যাবে না। এরপর প্রকাশ্য়ে মুখ খুললে ব্য়বস্থা নেওয়া হবে। প্রয়োজনে ছেঁটে ফেলা হবে। তৃণমূল সূত্রে দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় বুঝিয়ে দেন, রাজ্য়স্তরের মুখপাত্রদের একাংশের ভূমিকায় তিনি সন্তুষ্ট নন। রাজ্য়স্তরের কয়েকজন মুখপাত্রকে বাদ দিয়ে, নতুন কয়েকজনকে নিয়োগ করতে হবে। সেই দায়িত্ব তিনি দিয়েছেন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে।