Midnapore Medical College: শেষরক্ষা হল না, মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু ১৩ বছরের কিশোরীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষরক্ষা হল না। মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হল ১৩ বছরের কিশোরীর। অ্যাপেনডিক্স অপারেশনের জন্য শুক্রবার সন্ধেয় ভর্তি হয় কিশোরী। পরিবারের অভিযোগ ছিল, কোনও পরীক্ষা না করেই ওই দিন রাত ১১টা নাগাদ অস্ত্রোপচার করা হয়। পরদিন ফের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায়, কিশোরীকে শনিবারই ICCU-তে স্থানান্তরিত করা হয়। গতকাল মন্ত্রী বীরবাহা হাঁসদা অন্য একটি ঘটনায় জখমদের দেখতে হাসপাতালে গেলে, মন্ত্রীর পা জড়িয়ে সঠিক চিকিৎসার আর্জি জানান কিশোরীর বাবা। মন্ত্রী আশ্বাসও দেন। তখনও আশা ছিল। কিন্তু গতকাল রাত পৌনে ১০টা নাগাদ সব চেষ্টা ব্যর্থ করে, মৃত্যু হয় ১৩ বছরের কিশোরীর। চিকিৎসার গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপারের দাবি, রুটিন চেকআপ করেই ভর্তি করা হয়েছিল।